
কলমাকান্দায় মোটরবাইক চালানো শিখতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনায় কলমাকান্দায় মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে প্রাণ গেল চৌদ্দ বছর বয়সী শিক্ষার্থী রানা আহমেদের। ওই শিক্ষার্থীর মরদেহ (৩১ মে মঙ্গলবার) ভোরে উদ্ধার করেছে থানা পুলিশ।
গত সোমবার দিনগত রাতে জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নে শালিকাবাম পাকা মেইন রোড এলাকায় দুর্ঘটনাটি ঘটে ।
রানা আহমেদ উপজেলার রংছাতি ইউনিয়নে সীমান্তবর্তী রাজাবাড়ি এলাকার গ্রাম পুলিশ জালাল উদ্দিন ও আলেয়া দম্পতির সন্তান। সে নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
মৃত রানার পরিবার জানায়, সোমবার রাতের খাওয়া শেষে সে মোটরসাইকেল চালানো শিখতে বের হয়। পরে ওই রাতেই রংছাতি ইউনিয়নে শালিকাবাম এলাকায় মেইন পাকা রোডে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি আম গাছে ধাক্কা খায়। রাত একটার দিকে প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে কলমাকান্দা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: শামীম রানা শাকিল বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই কিশোর রানা আহমেদের মৃত্যু হয়েছে।
কলমাকান্দা থানার ওসি (তদন্ত) খোকন কুমার সাহা সাংবাদিকদের বলেন, সংবাদ পেয়ে হাসপাতাল থেকে কিশোর রানা লাশ থানায় নিয়ে আসা হয় । ওই দিন দুপুরে (মঙ্গলবার) মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মৃতের বাবার নিকট লাশের হস্তান্তর করা হয়েছে।
৬ বার ভিউ হয়েছে