শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

কলমাকান্দায় মামার বিয়ের বরযাত্রী যাওয়া হলো না শিশু সুমাইয়ার

কলমাকান্দায় মামার বিয়ের বরযাত্রী যাওয়া হলো না শিশু সুমাইয়ার

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি  : নেত্রকোণার কলমাকান্দায় মামার বিয়ের দাওয়াত আসা ৬ বছর বয়সী সুমাইয়া আক্তার নামে এক শিশুর পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শরীফুল আলম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

আজ রবিবার (০৮ মে) সাড়ে ১২ টায়  কলমাকান্দা উপজেলার খারনই  ইউনিয়নের মৃতের নানা বাড়ী  বিশ্বনাথপুর সেনপাড়া গ্রামে এ দুঘটনাটি ঘটে।শিশু সুমাইয়া আক্তার খুলনার বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ফকিরহাট ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মো. বাবু মিয়ার  ও অজুফা আক্তার দম্পতির বড় সন্তান । মৃতের বাবা পেশায় একজন হোটেল শ্রমিক  ও মা গার্মেন্টস শ্রমিক ।

বিয়ের বাড়ীতে  মৃতের মা অজুফা আক্তারসহ আত্মীয় স্বজনরা আল্লাহ’ বলে বিলাপ ও বারবার মূর্ছা যাচ্ছিলেন। বিয়ের বাড়ীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চলছে শোকের মাতম।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ঢাকার সাভার থেকে  ঈদের আগে রবিবার মাসহ ছোটভাইকে নিয়ে প্রায় তিনবছর পর গাজীপুরে কর্মরত বড় মামা হারুণের সাথে কলমাকান্দা উপজেলার খারনই ইউনিয়নের মৃতের নানার বাড়ী ঈদসহ মামার বিয়ের অনুষ্ঠানে উদ্দেশ্য  বিশ্বনাথপুর সেনপাড়া গ্রামে বেড়াতে যান । আজ রবিবার (৮ মে) দুপুরে একই উপজেলার একই ইউনিয়নে শ্রীপুর চৌরাস্তা এলাকায় মৃতের বড়মামা হারুণ মিয়ার বিয়ের বরযাত্রা যাওয়ার প্রস্তুতি চলছিল। ওই দিনই  সাড়ে ১২ টায় নানা  বাড়ির সামনে পুকুরে মৃতের  মা অজুফাসহ বিয়ের বাড়ীর ছোটবড় লোকজনের সাথে গোসল করতে যায়। গোসলে শেষে এর কোনও একফাঁকে মাসহ সকলের  অজান্তে পুকুরে পানিতে ডুবে যায়। গোসলের শেষে  বাড়ীতে এসে তার মেয়ে সুমাইয়াকে দেখতে না পেয়ে ডাকতে থাকেন মা অজুফা। একপর্যায়ে মেযের কোন সাড়া শব্দ না পেয়ে আত্মচিৎকার করেন।  তারই  আত্মচিৎকারে পরিবারের লোকজন ছুঁটে আসেন ও খুঁজাখুঁজি শুরু করেন। পরে ওই পুকুরের পানিতে নেমে মৃতের নানাীসহ অনেক লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে নানী হালিমা ওই পুকুরের তলদেশ থেকে তাকে উদ্ধার করেন এবং শিশুটিকে দ্রুত উদ্ধার করে মোটরসাইকেল যোগে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পরে খবর পেয়ে মৃতের মরদেহ হাসপাতাল থেকে  উদ্ধার করে কলমাকান্দা থানায় এনে সুরতাল প্রতিবেদন তৈরি করেন থানার উপ-পরিদর্শক (এস,আই) মো.আশিকুর রহমান । আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এবিষয়ে ইনচার্জ কলমাকান্দার থানার উপ-পরিদর্শক (এস,আই) প্রশান্ত কুমার সাহা সত্যতা নিশ্চিত করে বলেন, আজ বিকাল সাড়ে ৪টায় কোন অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই আইনি প্রক্রিয়া শেষে লাশ মৃতের মা অজুফার নিকট হস্তান্তর করা হয়েছে।

৩৫ বার ভিউ হয়েছে
0Shares