
কলমাকান্দায় বৃষ্টির জমানো পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় বাড়ির সামনে গর্তে বৃষ্টির জমানো পানিতে ডুবে আড়াই বছর বয়সী আব্দুল্লাহ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যার দিকে কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের বাঘসাত্রা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। মৃত শিশু ওই এলাকার মোখলেছ মিয়া ও জোৎস্না আক্তার দম্পতির কনিষ্ঠ সন্তান।
পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির লোকজন সকাল থেকেই ধান শুকনোর কাজে ব্যস্ত সময় কাটান। এসময় অন্য আরো সহোদর দুই ভাইকে নিয়ে উঠানে খেলছিল। এর মধ্যে কোনো এক ফাঁকে সকলের অজান্তে বাড়ির সামনে গর্তে জমা বৃষ্টিতে পানিতে পা পিছলে পড়ে যায় আব্দুল্লাহ । অনেক খোঁজাখুুঁজির পর শিশুটিকে বৃষ্টির পানিতে ডোবায় ভাসতে দেখেন তারই মা জোৎস্না। তারই আত্ম চিৎকারে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে চিকিৎসক সাংবাদিকদের জানান , হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শিশুটির মৃত্যু হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসি (তদন্ত) খোকন কুমার সাহা সাংবাদিকদের বলেন, সংবাদ পেয়ে হাসপাতাল থেকে শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়া শেষে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ওই দিন রাতেই মৃতের বাবার নিকট লাশ হস্তান্তর করা হয়েছে ।
৭২ বার ভিউ হয়েছে