
কলমাকান্দায় বিদেশী পিস্তলসহ একজনকে আটক করেছে র্যাব-১৪

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় বিদেশী পিস্তল, ম্যাগজিন, গুলি ও নগদঅর্থসহ তাজুল ইসলাম ওরফে তাজু (৩৮) নামে একজনকে আটক করেছে র্যাব-১৪। সোমবার (২৫ এপ্রিল) সকালে আটককৃতকে নেত্রকোনা জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ।
গত রবিবার সন্ধ্যায় র্যাব-১৪ এর পুলিশ পরিদর্শক মো. মনসুর আহমেদ বাদী হয়ে অস্ত্র আইনে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করে আটককৃতকে হস্তান্তর করেন।
এতথ্য নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান সমকালকে বলেন, আজ সোমবার (২৫ এপ্রিল) সকালে আটক তাজুল ইসলাম ওরফে তাজুকে নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হয়েছে ।
তাজুল ইসলাম ওরফে তাজু নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বাগিছা পাড়া নামক এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে।
এর আগে শনিবার ভোরে জেলার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামে জনৈক নূরু আমিনের ভাড়ায় বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ ও মামলা এজাহার সুত্রে জানা গেছে, এসময় একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১টা ম্যাগজিন ও নগদ এক লক্ষ ৫০ হাজার টাকা এবং তার ব্যবহৃত ৬টি মোবাইল ফোন পাওয়া যায়। আটক তাজুল ইসলাম তাজু বিরুদ্ধে অস্ত্র আইনে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেছে র্যাব -১৪ । সে হত্যাসহ একাধিক মামলার আসামী ।