
কলমাকান্দায় পানিতে ডুবে প্রাণ গেল তরুণের

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় পানিতে ডুবে প্রাণ গেল তরুণ ষোল বছর বয়সী মো. নাসির উদ্দীনের। ওই তরুণের মরদেহ (৩১ মে মঙ্গলবার) ভোরে উদ্ধার করেছে থানা পুলিশ।
গত সোমবার দিনগত রাতে কলমাকান্দা উপজেলার খারনই ইউনিয়নে শ্রীপুর গ্রামে নানা বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে ।
মৃত মো. নাসির উদ্দীন কলমাকান্দা উপজেলার খারনই ইউনিয়নে শ্রীপুর গ্রামের মৃত আব্দুল বাতেন ও সেতেরা বেগম দম্পতির পুত্র সন্তান। মৃত নাসির উদ্দীন মৃগীরোগী ছিলেন।
মৃত নাসির উদ্দীনের পরিবার জানায়,ওই দিন সন্ধ্যায় নাসির তার মা সেতেরা বেগমের কাছে পাশের নানা সিদ্দিক মিয়ার বাড়ীতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। বাড়ীতে ফিরতে দেরি দেখে পারিবাবরের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুুঁজির পর বাড়ীর পাশে মৃতের সম্পর্কে নানী ফিরোজা খাতুন ওই পুকুরের পানিতে একটি চেয়ার ভাঁসতে দেখতে পান। পরে ওই চেয়ার উঠাতে গেলে তার পায়ে মৃতের মরদেহ লাগে তাৎক্ষণিক ডাক চিৎকার দেন । তারই আত্ম চিৎকারে বাড়ীর পাশে লোকজন তরুণকে উদ্ধার করেন। পরে ওই দিনগত মধ্যে রাতেই থানা পুলিশ খবর পেয়ে মৃতের বাড়ী মরদেহ উদ্ধার করে কলমাকান্দা থানা নিয়ে আসেন।
এব্যাপারে কলমাকান্দা থানার ওসি (তদন্ত) খোকন কুমার সাহা সাংবাদিকদের বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল এলাকা থেকে তরুণ নাসিরের লাশ থানায় নিয়ে আসা হয় । ওই দিন দুপুরে (মঙ্গলবার) মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মৃতের অভিবাবকের নিকট লাশের হস্তান্তর করা হয়েছে।
৭ বার ভিউ হয়েছে