
কলমাকান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুইশত পরিবারের মাঝে ভেড়া বিতরণের উদ্বোধন

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় “সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দুইশত সুফলভোগীদের মাঝে উন্নত জাতের ভেড়া বিতরণের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (২৮ মে) দুপুরে কলমাকান্দা উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ে ২য় পর্যায়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৫০টি পরিবারের মাঝে দুইটি করে মোট ১০০টি উন্নত জাতের ভেড়া দেওয়া হয়। পর্যায়ক্রমে আরো ১৫০ জন পরিবারের মধ্যে বিতরণ করা হবে।
উপজেলা প্রানিসম্পদ ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: কনিকা সরকার এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আবুল হাসেমের সভাপতিত্বে ও প্রধান অতিথি ছিলেন,জেলা আওয়ামী’লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল খালেক ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান, উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, কলমাকান্দা প্রেসক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম খসরুসহ সাংবাদিকবৃন্দ।
এবিষয়ে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: কনিকা সরকার সাংবাদিকদের জানান, উপজেলায় ১ম পর্যায়ে ২০০ জনে ৪০০টি ভেড়া ও ২য় পর্যায়ে ২০০ জনের মধ্যে ৫০টি পরিবাবরের ১০০টি ভেড়া বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরো ১৫০ জন পরিবারের মধ্যে ৩০০টি ভেড়া বিতরণ করা হবে বলে জানান তিনি।