
কলমাকান্দায় উব্দাখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে ২২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে ; বন্যার আশংকা

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : অতি বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোণার কলমাকান্দায় উব্দাখালী নদীর পানি ১২ ঘন্টায় ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
সম্প্রতি অতি বর্ষণ সীমান্তবর্তী গনেশ্বরী নদী, মঙ্গলেশ্বরী নদী, মহাদেও নদী ও মহেষখলা নদী পাহাড়ি ঢলের কারণে ফুলে-ফেঁপে উঠেছে উব্দাখালী নদী। এতে তলিয়ে গেছে উপজেলার বিস্তীর্ণ এলাকার ফসলি জমি । টানাবৃষ্টি ও পাহাড়ি ঢল যদি পানি বৃদ্ধি অব্যাহত থাকে উপজেলার সাথে আন্ত:সড়কের নীচু এলাকায় পানি উঠার সম্ভাবনাসহ বন্যা আশংকা করছে এলাকাবাসী ।
পানি উন্নয়ন বোর্ডের পরিমাপক মোবারক হোসেন জানান , আজ রবিবার সকালর কলমাকান্দা উপজেলার প্রধান নদী উব্দাখালী নদীর ডাক বাংলা পয়েন্টে ১২ ঘণ্টায় ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এ প্রতিবেদন লেখ পর্যন্ত ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারুক আহমেদ জানান , অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি বৃদ্ধিতে প্রায় ২০০ হেক্টর এর মতো বোরো পাকা ধান নিমজ্জিত আছে।