টলিউড ইন্ডাস্ট্রিতে দাপট যেন চলমান জয়া আহসানের। এবার তার অভিনীত কবি জীবনানন্দ দাশকে নিয়ে নির্মিত টলিউডি সিনেমা ‘ঝরা পালক’ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে; সিনেমায় কবির স্ত্রী লাবণ্য দাশের চরিত্রে অভিনয় করেছেন।
উৎসবের বেঙ্গলি প্যানোরমা বিভাগে স্পেশাল স্ক্রিনিংয়ের জন্য সিনেমাটি মনোনয়ন পেয়েছে বলে জানিয়েছেন জয়া আহসান। এটি পরিচালনা করেছেন টালিগঞ্জের নির্মাতা সায়ন্তন মুখোপাধ্যায়। চলতি বছরের জানুয়ারিতে কলকাতার উৎসব আয়োজনের প্রস্তুতির মধ্যে করোনাভাইরাসের হানায় তা স্থগিত করা হয়েছিল; ২৭শে এপ্রিল থেকে ১লা মে চলচ্চিত্রের এ আসর বসছে।
এতে জীবনানন্দ দাশের দুই বয়সের চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী, অভিনেতা ব্রাত্য বসু ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এ সিনেমায় কবি ও শনিবারের চিঠি পত্রিকার সম্পাদক সজনীকান্ত দাসের চরিত্রে দেবশঙ্কর হালদার, কবি বুদ্ধদেব বসুর চরিত্রে কৌশিক সেন ও কাজী নজরুল ইসলামের চরিত্রে সুপ্রিয় দত্ত অভিনয় করেছেন।
কিছুদিন আগে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন জয়া। ‘বিনিসুতোয়’- ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২১- জিতেছেন তিনি। এর আগে ২০১৯ সালে টলিউডের ছবি ‘বিজয়া’ ও ‘রোববার ’-এর জন্য জয় ফিল্মফেয়ার (বাংলা) পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া আহসান। এদিকে বর্তমানে জয়া ঢাকায় ইরানের চলচ্চিত্র নির্মাতা মুর্তজা অতাশের ‘ফেরেশতে’- ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ মাসেই এর দৃশ্যধারণের কাজ শেষ হওয়ার কথা আছে। এতে একেবারেই ভিন্ন লুকে তাকে পাওয়ার আভাস মিলেছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.