প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১০, ২০২৫, ১১:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২৫, ৭:১১ অপরাহ্ণ
কয়েকটি রাজনৈতিক দল সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করার চেষ্টা করছে —- সৈয়দ আবু বকর সিদ্দিক

এ কে এম আবদুল্লাহ, নেত্রকোনাঃ যুক্তরাজ্য বিএনপির সাবেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর সৈয়দ আবু বকর সিদ্দিক বলেছেন, বিএনপি জনগনের দল, জনগনের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফ্যাসিস্ট হাসিনা সরকার ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে বিগত ১৬ বছর ধরে জনগনের উপর জগদ্দল পাথরের মতো ছেপে বসে ছিল। দেশে কোন গনতন্ত্র ছিল না, বাক স্বাধীনতা ছিল না। এই অবস্থা থেকে উত্তরণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সহ অন্যান্য বিরোধী দল আন্দোলন সংগ্রাম করে ছাত্র জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানে মাধ্যমে সরকারের পতন গঠিয়েছে। তিনি বলেন, স্বৈরাচারের পতন ঘটলেও দেশে এখনো গনতন্ত্র ফিরে আসেনি। কয়েকটি রাজনৈতিক দল সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করার চেষ্টা করছে। তিনি জনগনের ক্ষমতা জনজনের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে দ্রুত নির্বাচনে তারিখ ঘোষনার দাবী জানান। তিনি আজ বুধবার (২রা এপ্রিল ) বিকালে নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের গাতীপাড়া গ্রামে নিজ বাড়ীতে এলাকাবাসী সাথে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
লুৎফুর রহমান তালুকদারের সভাপতিত্বে আবু হানিফ মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল কাইয়ুম মাস্টার, নজরুল ইসলাম, কাঞ্চন মিয়া, সামরোজ মিয়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রবিন খান, মেম্বার হুমায়ুন মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.