মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট পৌরসভা জামায়াতের আমির মোঃ মেজবাহ উদ্দিন ভ‚ঞাকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৪ এপ্রিল) দুপুরের দিকে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার কবিরহাট পৌরসভার ফতেজঙ্গপুর গ্রামের নিজ বাড়িতে আয়েজিত একটি ইফতার মাহফিলের অনুষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেফতারকৃত মোঃ মেজবাহ উদ্দিন ভ‚ঞা কবিরহাট পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের মৃত গোলাম কবির ভ‚ঞার ছেলে । কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সন্দেহজনক জঙ্গিবাদ, উদ্দেশ্যম‚লক ভাবে সে ওখানে কাউকে না জানিয়ে নিজের ঘরের সাথে জামাতের লোকজন নিয়ে ইফতারের আয়োজন করে। সে হিসেবে আপাতত তাকে ৫৪ ধারায় চালান দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এখনো তদন্ত অব্যাহত আছে। কেন সে এরকম জমায়েত করতে গেল। দুপুরে তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.