জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট পৌরসভায় পল্লী বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ তৌহিদুল ইসলাম (৭) এক শিশু মারা গেছে। এ ঘটনায় নিহত শিশুর বড় রবিউল ইসলাম রবি (৯) গুরুত্বর আহত হয়েছে। নিহত মোঃ তৌহিদুল ইসলাম উপজেলার কবিরহাট পৌরসভার ৩নম্বর ওয়ার্ড্রে ফতেজঙ্গপুর গ্রামের দুলা মিয়ার বাড়ির নুরুল ইসলামের ছেলে।
স্থানীয় স‚ত্রে জানা যায়, বেলা ১১টার দিকে কবিরহাট পৌরসভার ফতেজঙ্গপুর গ্রামের দুলা মিয়ার বাড়ির দুলাল মিয়ার বসতঘরের ওপর দিয়ে পল্লী বিদ্যুতের তার যায। বৃহস্পতিবার দুলাল মিয়ার দুই ছেলে ঘরের টিনের চালের ঘরের ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের খোলা তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় তৌহিদ। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্ব আহত হয় নিহত শিশুর বড় ভাই রবি। পরে পরিবারের সদস্যরা গুরুত্বর আহত অবস্থায় রবিউল ইসলাম রবিকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করান।
কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে জানা যায় বিদ্যুৎস্পৃষ্টে এক শিশু মারা গেছে। এ ঘটনায় তাঁর বড় ভাইও গুরুত্বর আহত হয়েছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.