জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি ; নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া গ্রামে নিখোঁজের ১২ঘন্টা পর মোঃ শাহীনুর রহমান প্রকাশ সোহেল(৪২) নামের এক যুবকের লাশ পুকুর থেকে উদ্ধার করেছে কবিলহাট থানা পুলিশ।
নিহত মো.শাহীনুর রহমান সোহেল কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের বাটইয়া গ্যামের মেস্ত্রী বাড়ির মৃত মোখলেছুর রহমানের ছেলে। শুক্রবার (৩ জুন) সকাল ৬টার দিকে উপজেলার ৩নম্বর ওয়ার্ডের মেস্ত্রী বাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কবিরহাট থানার (এসআই) জসিম উদ্দিন বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে সোহেলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর বাড়ির লোকজন শুক্রবার সকালে ফজরের নামাজ পড়তে উঠলে পুকুরে সোহেলের মরদেহ ভাসতে দেখে বিষয়টি পুলিশকে জানায়। এসআই আরো জানান, নিহতের স্বজনেরা জানায় সোহেল আগে থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সন্ধ্যায় মুখ-হাত ধুতে গিয়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরের পানিতে ডুবে মারা গেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় বেলা ১১টার দিকে জানাজা শেষে পরিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.