মঙ্গলবার- ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

কবিরহাটে ডোবা থেকে বালু উত্তোলন এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

কবিরহাটে ডোবা থেকে বালু উত্তোলন এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নে একটি ডোবা থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় অপরাধে মোঃ আবুল হোসেন (৫০)নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) অমৃত দেব নাথ ওই অভিযানটি পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে মোঃ আবুল হোসেন ইঞ্জিনচালিত খনন যন্ত্রের সাহায্যে অবৈধভাবে ডোবা থেকে বালু উত্তোলন করে আসছিলেন। সোমবার (২৫ জুলাই) দুপুর ৩টার দিকে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ঘোষবাগ গ্রাম থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) অমৃত দেব নাথ অভিযানটি পরিচালনা করেন বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করে।

স্থানীয় লোকজন জানান, আবুল হোসেন প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলো স্থানীদের এমন অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাঁর খননযন্ত্রটি জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। ঘটনার সত্যতা পেয়ে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ভ্রাম্যমাণ আদাল পরিচালনায় সহযোগিতা করেন কবিরহাট থানার পুলিশ।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS