শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

কবিরহাটে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

কবিরহাটে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি ; নোয়াখালীর কবিরহাট উপজেলার নবাবপুর গ্রামের ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই দেলোয়ার হোসেন (৪৫)নিহত হয়েছে। ঘটনার পরপরই ঘাতক ছোট ভাই পলাতক রয়েছে। দেলোয়ার হোসেন উপজেলার ঘোষবাগ ইউনিয়নের নবাবপুর গ্রামের গফুর মেম্বারের বাড়ির মৃত আব্দুল গফুরের ছেলে। শনিবার (২১ মে) বিকেল ৫টার উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের নবাবপুর গ্রামের গফুর মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্যে জানাগেছে, কবিরহাট উপজেলার নবাবপুর গ্রামের গফুর মেম্বার বাড়িতে পারিবারিক জায়গা জমি নিয়ে দীর্ঘ দিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে শনিবার বিকেলের দিকে কথা কাটাকাটি হয় বড় ভাই দেলোয়ার হোসেনের সঙ্গে ছোট ভাই আব্দুল হাই মাষ্টারের। কথাকাটাকাটির একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় ক্ষিপ্ত হয়ে ছোট ভাই আব্দুল হাই মাষ্টার বড় ভাই দেলোয়ারকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়ে বড় ভাই দেলোয়ার। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জেলা শহরের গুডহিল প্রাইভেট হসপিটালে নিয়ে গেলে রাত সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে নিহতের স্বজনেরা লাশ বাড়িতে নিয়ে যায়।

খবর পেয়ে কবিরহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে থানায় নিয়ে আসে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম

বার ভিউ হয়েছে
0Shares