প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৫, ১০:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২২, ৬:৩১ অপরাহ্ণ
কক্সবাজারে ইয়াবা মামলায় যুবকের ১০ বছরের কারাদন্ড

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার। কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় মোহাম্মদ হোসেন নামে এক যুবককে ১০ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। সেই সাথে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্ত মোহাম্মদ হোসেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলী আহমদের ছেলে।
মঙ্গলবার (১৪ জুন) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এডভোকেট রনজিত দাশ।
তিনি জানান, ২০১৩ সালে ৯ হাজার ৮৫০ ইয়াবাসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিল মোহাম্মদ হোসেন। এ ঘটনায় টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ আদেশ দিয়েছেন। মামলায় মোট সাত জন স্বাক্ষ্য দিয়েছেন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.