শুক্রবার- ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

এবার কপিল শর্মা শোতে টাইগার চমক

এবার কপিল শর্মা শোতে টাইগার চমক

বলিউড অভিনেতা টাইগার শ্রফ। যার ভক্ত রয়েছে অগণিত। তার সিনেমার জন্য অপেক্ষায় থাকে দর্শকরা। এবার তার নতুন সিনেমা মুক্তির অপেক্ষায়। তবে মুক্তির আগেই শুরু করেছেন সিনেমার প্রচারণার কাজ।

টাইগার হাজির হন কপিল শর্মা শোতে। ‘হিরোপান্তি ২’ সিনেমার প্রচার চলছে পুরোদমে। ২০ এপ্রিল ছবির প্রচারের জন্য ‘দ্য কপিল শর্মা শো’-এর সেটে আসেন টাইগার। কপিল শর্মা তাদের দুটি ছবি পোস্ট করে তাতে লিখেছেন, ‘ক্যাপশনটি প্লিজ’।

এ সিনেমাতে আরও আছেন অভিনেতা তারা সুতারিয়া। ছবিটি পরিচালনা করেছেন আহমেদ খান। ‘বাঘি ৩’ ছবিটিও তিনি পরিচালনা করেছিলেন। জানা গেছে ‘হিরোপান্তি ২’ সিনেমাটি ঈদ উপলক্ষে ২৯ এপ্রিল মুক্তি পাবে।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS