
এডিশনাল ডিআইজি আলমগীর কবির পরাগকে সংবর্ধনা

লালপুর(নাটোর)প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার কৃতি সন্তান আলমগীর কবির পরাগ এডিশনাল ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়ায় সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার (১১জুন) সন্ধ্যায় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংস্থা প্রাকীর্তি ফাউন্ডেশন ও লালপুর পাবলিক লাইব্রেরীর আয়োজনে প্রাকীর্তি ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক হাসিবুল ইসলামের সভাপতিত্বে ও পরিচালক অধ্যাপক আমজাদ হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লালপুর ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক পলাশ, লালপুর পাবলিক লাইব্রেরীর সভাপতি আব্দুল ওয়াদুদ, লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মুকুল, প্রধান শিক্ষক খাজা শামীম ইলিয়াস উদ্দিন, বালিতিতা ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ওয়ারেস মোঃ ইকবাল, মাজার শরীফ উইমেন্স কারিগরি কলেজের অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি প্রমুখ।
এছাড়া এদিন লালপুর বার্তা পরিবার, লালপুরের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, লালপুরের সূধী সমাজ, জনতা ব্যাংক লালপুর শাখাসহ প্রাকীর্তি ফাউন্ডেশনের বিভিন্ন সহযোগী সংগঠন ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সংবার্ধনা জানান।
৪৪ বার ভিউ হয়েছে