শুক্রবার- ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসে দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা

উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসে দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা

রফিকুল ইসলাম, কুড়িগ্রামপ্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারী, নকল নবীশ ও সনদপ্রাপ্ত দলিল লেখকগণের অভ্যন্তরীণ দক্ষতা, শুদ্ধচার ও নৈতিকতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। উলিপুর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের আয়োজনে অফিস চত্বরে ৫ জুন’২০২২ইং রোববার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার মোঃ সাদেকুর রহমান ও ফুলবাড়ী সাব-রেজিস্ট্রার মোঃ ইয়াছির আরাফাত। উলিপুর সাব-রেজিস্ট্রার মোঃ নাবীব আফতাব এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- দলিল লেখক সমিতির সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক বাবলু পাঠান, সহ-সভাপতি আনোয়ার হোসেন, দলিল লেখক রুহুল আমিন রুকু, দীলিপ কুমার, মুকুল মিয়া, সবুজ মিয়া সহ দলিল লেখকবৃন্দ এছাড়াও অফিস সহকারী বিকাশ চন্দ্র, টিসি মহরা সাজ্জাদুর রহমান, নকল নবীশ এ্যাসোসিয়েশনের সভাপতি প্রফুল্ল কুমার, সাধারণ সম্পাদক আতাউর রহমান ও নকল নবীশ সাদেকুজ্জামান সহ সকল নকল নবীশগণ উপস্থিত ছিলেন।
৫২ বার ভিউ হয়েছে
0Shares