
উলিপুর উপজেলা প্রকৌশলীর দপ্তরে লটারি অনুষ্ঠিত ।

রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি। কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা পরিষদ হলরুমে গত মঙ্গল বার দুপুর ১২ টায় বার্ষিক উন্নয়ন কর্মচূচির আওতায় শিক্ষা প্রতিষ্টান, রাস্তা সংস্কার, গাইড ওয়াল নির্মান কাজের আহব্বান কৃত দরপত্রে ৫০ টি ঠিকাদারি প্রতিষ্ঠান অংশ নিয়ে নিদৃষ্ট সময়ে ১৪৭০ টি সিডিউল ড্রপ করে। নির্ধারিত সময়ে উপস্থিত ঠিকাদারদের অংশগ্রহণের মধ্য দিয়ে লটারি অনুষ্ঠিত হয়। এ সময় লটারিতে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উলিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার এবং উলিপুর উপজেলা প্রকৌশলী কে এম সাদেকুল আলম লটারি অনুষ্ঠান পরিচালনা করেন। টেন্ডারে অংশ গ্রহন কারি ঠিকাদার গন উপস্থিত ছিলেন।
১০ বার ভিউ হয়েছে