বুধবার- ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

উপজেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

উপজেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

রবিউল  হক  রতন , ডোমার( নীলফামারী )প্রতিনিধিঃ “শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে উপজেলা আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২২ইং অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৫ জুন সকাল ১০টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এই প্রতিযোগিতার আয়োজন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রমিজ আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মালেক সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা রাকিবুল ইসলাম, আব্দুস ছামাদ, সোহেল শাহাজাদা, সুদীপ চন্দ্র শর্মা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এনামুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক আমিনুল হক বাবু, বাংলাদেশ প্রাথমিক স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি মায়েদুল হক বসুনিয়া তুর্য প্রমুখ।
এছাড়াও উপজেলা আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলার ১শত ৫৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আন্তঃ ক্রীড়া প্রতিযোগিতায় ১৩টি ইভেন্টে বালক বালিকা ২৬ টি এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১৪ টি ইভেন্টে বালক বালিকা ২৮টি, মোট ৫৪ টি ইভেন্টের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ক বিভাগে ১ম ও২য় শ্রেণি এবং খ বিভাগে ৩য় থেকে ৫ম শ্রেণির ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেন। উক্ত প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার হিসেবে বই প্রদান করা হয়েছে।
৩২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS