
উত্তরাঞ্চলের মঙ্গা আমরা যাদুঘরে পাঠিয়ে দিয়েছি—–গাইবান্ধায় তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি

গাইবান্ধা প্রতিনিধি: জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আগে মানুষ বলতো মা আমাকে একটু বাসি ভাত দাও কিন্তু এখন আর এই চিত্র খুজে পাওয়া যাবেনা । আওয়ামী লীগ দেশের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। সে কারনে দেশের কোথাও আর বাসি ভাত খুজে পাওয়া যাবেনা।
তিনি বলেন , বিএনপির রাজনৈতিক কর্মকান্ডের কথা উল্লেখ করে বলেন আমরা দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি আর তাতে একটি রাজনৈতিক দলের মাথা খারাপ হয়ে গেছে। আমরা দেশের উন্নয়নে কাজ যাচ্ছি সে কারনে মঙ্গা আর নেই । উত্তরাঞ্চলের মঙ্গাকে যাদুঘরে পাঠানো হয়েছে।
আজ সন্ধ্যায় গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্তরে গাইবান্ধায় পৌর আওয়ামী লীগ আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম,জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি ,জেলা সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক সহ অন্যরা ।
বক্তারা বলেন ,জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন এখন চোখে পড়ার মতো । দেশে স্বপ্নের পদ্মা সেতু হয়েছে। এই পদ্মা সেতু দেখে মাথা খারাপ হয়ে গেছে বিএনপির । তারা যা ইচ্ছে তাই বলছে মুখে। তিনি আরও বলেন ,আমাদের নবী সর্ম্পকে কুটুক্তি নিন্দা জানাই আমরাও ,আমরাও প্রতিবাদ করি । যারা কুটুক্তি করেছেন তাদের বিচার হোক । কিন্তু বৈদেশিক কোন বিষয় নিয়ে আমাদের দেশে অস্থিরতা সৃষ্টি করবেন-আমরা তা হতে দেবো না। সাম্প্রদায়িকতার বিপক্ষে আমরা । আমরা সকলে মিলেমিশে দেশ গড়বো ।