প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৫, ১০:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২২, ৬:৩৯ অপরাহ্ণ
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সোমেন হত্যা মামলার আরও ৩ আসামী গ্রেফতার

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার। উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সোমেন হত্যা মামলার এজাহারনামীয় আরো তিন আসামীকে গ্রেফতার করেছে ১৪ এপিবিএনের সদস্যরা। মঙ্গলবার ভোরে মধুরছড়া পুলিশ ক্যাম্পের অধীনে রোহিঙ্গা ক্যাম্প-৪ এর ব্লক-বি এবং সি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রোহিঙ্গারা হলেন, ৪ নং ক্যাম্পের ২৮ সি-ব্লকের মৃত ইছাহাক এর ছেলে রফিক (২৫), মৃত মোহাম্মদ এর ছেলে এনায়েত উল্লাহ (৩২) ও একই ক্যাম্পের ২৫ সি-ব্লকের মৃত কবির আহমদ,এর ছেলে আরিফ উল্লাহ (২৩)। তারা সবাই সোমেন হত্যা মামলার এজাহারনামীয় ৪/৬/১২ নং আসামী যার মামলা নং-৬৬, তারিখ-১১/০৬/২০২২ খ্রিঃ, ধারা-৩০২/৩৪। ১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক পিপিএম সোমেন হত্যা মামলার ৩ জন এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করা হয়েছে বলে সন্ধ্যার দিকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান,মঙ্গলবার রাত সাড়ে ৩ থেকে ভোর ৬ টা পর্যন্ত মধুরছড়া পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার জনাব মোঃ মেহেদি হাসান শাকিল, সহকারী পুলিশ সুপার এর নেতৃত্বে অপারেশন অফিসার, মোহাম্মদ হানিফ, পুলিশ পরিদর্শক (নিঃ), সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মধুরছড়া পুলিশ ক্যাম্পের অধীন রোহিঙ্গা ক্যাম্প-৪ এর ব্লক-বি এবং সি এর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে উখিয়া থানার মামলা নং-৬৬, তারিখ-১১/০৬/২০২২ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ দন্ডবিধি এর এজাহার নামীয় ৩ আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.