মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: দীর্ঘ কয়েক বছর ধরে সমাজের পিছিয়ে পড়া অবহেলিত অসহায় ও দুঃস্থ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নসহ বিভিন্ন ধরনের প্রজেক্ট (রক্তদান কর্মসূচি, পথশিশুদের নিয়ে আম উৎসব,শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, স্বাস্থ্যসেবা, স্পোর্টস ককম্পিটিশন) পরিচালনা করে আসছে স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশন।
প্রতিবছরের ন্যায় এই বছরেও "ধনী গরীব সবাই মিলে ঈদ করবো একসাথে" ¯েøাগান সামনে রেখে তিনশত(৩০০) পরিবারের মাঝে ঈদ উপহার পৌছে দিয়েছে ফাউন্ডেশনটি।
রাজশাহীর বাঘা ও নাটরের লালপুর থানার ২০ টি গ্রামের অসহায় ও দুঃস্থ পরিবারের মধ্যে ঈদ উপহার প্যাকেজটি বিতরণ করা হয়। এছাড়াও কিছু পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। চাল, ডাল, চিনি, পেঁয়াজ, সেমাই, আটা, দুধ, আলু সহ প্রায় ১৫ দিনের খাদ্য সামগ্রী অসহায় ও দুঃস্থ মানুষদের বাসায় পৌঁছে দিয়েছে সংগঠনের সদস্যরা। স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশনের সভাপতি রেজওয়ান মাহামুদ পলাশের দক্ষ নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মিঠুনের পরিচালনায় এক ঝাঁক তরুনদের অক্লান্ত পরিশ্রমের ফলে এত সুন্দর ও সুচারু।
এই বিষয়ে সভাপতি রেজওয়ান মাহামুদ পলাশ বলেন , " আমাদের উদ্দেশ্য প্রচারণা নয় বরং সমাজের যে সব শ্রেণী অসহায় ও দুঃস্থ কিন্তু লোক লজ্জার ভয়ে কারো কাছে সাহায্য চাইতে পারে না, ঈদের আনন্দ যেন তাদের মাঝে ছড়িয়ে পড়ুক, সেই বিষয়গুলো মাথায় রেখে রাতের আধারে অসহায় ও দুঃস্থ মানুষদের বাসায় আমাদের সামর্থ্য অনুযায়ী ঈদ উপহার প্যাকেজ পৌছে দিই।
ঈদ উপহার ইভেন্ট সফল করতে ফাউন্ডেশনের শুভাঙ্কাক্ষী, উপদেষ্টা মন্ডলী, পরামর্শক ও নিবন্ধিত সদস্য যারা অক্লান্ত পরিশ্রম ও অর্থ দিয়ে সাহায্য করেছে তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সেই সাথে সোনার বাংলাদেশ গড়তে সমাজের বিত্তশালী ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.