শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

ঈদের দ্বিতীয় দিনেও পঞ্চগড় হিমালয় পার্কে দর্শনার্থীর উপচে পড়া ভীর

ঈদের দ্বিতীয় দিনেও পঞ্চগড় হিমালয় পার্কে দর্শনার্থীর উপচে পড়া ভীর

পঞ্চগড় অফিস: ঈদের আনন্দকে আরও একটু বর্ণিল করতে মানুষ ছুটছে নানান গন্তব্যে। শিশু-কিশোরসহ সকল বয়সের মানুষ ঈদে চায় বাড়তি কিছু আনন্দ।
আর এই আনন্দে মেতে ওঠার জন্য পঞ্চগড়ের একমাত্র বিনোদন পার্ক হিমালয়ে ঈদের দ্বিতীয় দিনেও (০৪ মে) দর্শনার্থীদের ছিল দেখার মত উপচে পড়া ভীর।
দেশের অন্যান্য জেলা সমূহে সাধারণ মানুষের চিত্ত বিনোদনের জন্য নানান ব্যবস্থা থাকলেও উদ্যোক্তার অভাবে পঞ্চগড়ে তেমন কোন বিনোদন পার্ক গড়ে ওঠেনি।
পঞ্চগড় শহর থেকে ২ কিলোমিটার দুরে তালমা এলাকায় তালমা নদীর কোল ঘেষে স্বল্প পরিসরে হিমালয় পার্ক নির্মান করা হয়।
২০ থেকে ২২ বিঘা জায়গায় উপর স্থাপিত হিমালয় পার্কই এখন বিনোদনপ্রেমি মানুষের ক্ষণিক আনন্দের উৎস হয়ে উঠেছে।
করোনার পাদুর্ভাব ঠেকাতে সারাদেশের ন্যয় পঞ্চগড়েও ছিল না দুই বছরের আনন্দ। এবার আর সে করোনা না থাকায় পবিত্র ঈদ উপলক্ষে হিমালয় পার্কে ছিল সকল বয়সি নারী/পুরুষ ও শিশু-কিশোরের ব্যাপক সমাগম। সকল বয়সী মানুষ আনন্দে একাকার হয়ে হিমালয় পার্কে উপচে পড়া ভীর করেছে। শিশু-কিশোররা পার্কের বিভিন্ন রাইডে দলবেধে উঠেছে।
জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা,রোজিনা আক্তার,মিম এবং রিপা তারা জানায়,করোনা থাকায় গত দুই বছরে আমরা বাড়ি থেকে বের হতে পারিনি। এবার ঈদে পরিবারের সাধে এই হিমালয় পার্কে এসে বেশ মজা করে আনন্দ উপভোগ করছি।
এদিকে হিমালয় পার্কের স্বত্বাধিকারী মো: শাহিন তিনি জানান, গত দুই বছরে হিমালয় পার্ক বন্ধ থাকায় কর্মচারিদের বেতন ঠিক মত দিতে পারিনি। আসা করি এই ঈদে যেভাবে সাধারন মানুষের ঈদ আনন্দে পার্কে এসে আনন্দ করছে এতে করে কিছুটা ভাল করতে পারবে বলে আসা করেন তিনি।

৭৯ বার ভিউ হয়েছে
0Shares