বৃহস্পতিবার- ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

ঈদের দিনে নতুন বাইক নিয়ে গাছের সাথে ধাক্কা লেগে যুবক নিহত

ঈদের দিনে নতুন বাইক নিয়ে গাছের সাথে ধাক্কা লেগে যুবক নিহত

নাটোর প্রতিনিধি  ;  নাটোরের বড়াইগ্রামে ঈদের দিন বাড়ি থেকে বেরিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে আব্দুল্লাহ নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার বিকালে উপজেলার বড়াইগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ (১৮) বড়াইগ্রাম থানা মোড় এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, আবদুল্লাহ সোমবার বিকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে লক্ষীকোল বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। বাড়ি থেকে মাত্র ২০০ গজ দুরে ঈদগাহ এলাকায় যেতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে স্বজনরা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS