বৃহস্পতিবার- ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

ইরানের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃত্যু ১৮

ইরানের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃত্যু ১৮

ইরানে দক্ষিণাঞ্চলের ফার্স প্রদেশে ভারি বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে।দেশটিতে বন্যায় কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৩ জন।
শনিবার (২৩ জুলাই) দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তারা বন্যায় মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেন। তারা জানান, ফার্স প্রদেশের রাজধানী শিরাজ থেকে ১৭৪ কিলোমিটার পূর্বের ইস্তাহবান শহরে বন্যার সৃষ্টি হয়েছে। সেখানে জরুরি বিভাগের ১৫০জন কর্মী উদ্ধারকার্যে নিয়োজিত রয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার (২২ জুলাই) ভারি বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়। ফার্স প্রদেশের সংকট ব্যবস্থা বিভাগের প্রধান খলিল আবদুল্লাহি ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে জানিয়েছেন, বন্যাকবলিত এলাকা থেকে কমপক্ষে ৫৫ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই দেশটিতে বন্যার মত পরিস্থিতি তৈরি হয়েছে। সর্বশেষ ২০১৯ সালে বন্যায় ইরানের দক্ষিণাঞ্চলে কমপক্ষে ৭৬ জনের মৃত্যু হয়।
১৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS