শুক্রবার- ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

ইন্দোনেশিয়া যে কারণে পাম তেল রফতানি নিষিদ্ধ করেছে

ইন্দোনেশিয়া যে কারণে পাম তেল রফতানি নিষিদ্ধ করেছে

ইউক্রেন যুদ্ধের কারণে নিজ দেশে চাহিদা বাড়ায় পাম তেল রফতানি নিষিদ্ধের ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া।

দেশটির প্রেসিডেন্ট জোকো উইডোডো শুক্রবার এ ঘোষণা দিয়ে বলেছেন, বাসা বাড়িতে রান্নার তেলের পর্যাপ্ত ও সাশ্রয়ী সরবরাহ নিশ্চিত করতেই পাম তেল রফতানি নিষিদ্ধের এই উদ্যোগ নেওয়া হয়েছে। খবর ডয়েচে ভেলের।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বজুড়ে দ্রব্যমূল্য, বিশেষ করে খাদ্য সামগ্রীর দাম বেড়ে যাওয়ার আশঙ্কার মধ্যেই ইন্দোনেশিয়ার এমন ঘোষণা এলো।

বিশ্বে সবচেয়ে বেশি পাম তেল উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়া। এই তেলটিকে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত উদ্ভিজ্জ তেল হিসেবে বিবেচনা করা হয়। আইসক্রিম থেকে শুরু করে শ্যাম্পু পর্যন্ত বিভিন্ন সামগ্রী তৈরিতে এটি ব্যবহৃত হয়।

পাম তেলের উৎপাদন শুরু হয় ১৮৪৮ সালে পশ্চিম আফ্রিকায়। পরে এটি অন্য দেশেও ছড়িয়ে পড়ে। বর্তমানে সবচেয়ে বেশি পাম তেল উৎপন্ন হয় ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায়।

২৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS