স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাহিনকে ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকালে পৌর এলাকার মেইান বাসস্টান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ২০২১ সালের ১৮ ডিসেম্বর ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চলের একান্ত সহকারি (পিএস) সুফল কুমার বিশ্বাস বাদী হয়ে মহেশপুর থানায় শেখ শাহিন ও সাবেক সাংসদ নবী নেওয়াজের ভাইপো আতিয়ার রহমান সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ দলের এমপির বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্ট্যাটাস প্রদান করেন ছাত্রলীগ সভাপতি সেখ শাহীন। বর্তমানে মামলাটি ডিবি পুলিশের হাতে রয়েছে। মামলার অপর আসামী সুমন কারাগারে রয়েছে। পরে গ্রেফতার শাহিনকে ডিবি পুলিশের হাতে হস্তান্তর করা হয়। ডিবির এসআই আসিফ হাসানসহ সঙ্গীয় ফোর্স কোটচাঁদপুর থানা পুলিশের নিকট থেকে শাহিনকে নিয়ে কারাগারে পাঠায়। শেখ শাহিন পৌর শহরের রেলস্টেশন পাড়ার মৃত শেখ ফজলুর রহমানের ছেলে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.