প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৮, ২০২৫, ৫:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২২, ৫:১৬ অপরাহ্ণ
আবুল কাশেম ফাউন্ডেশনের ১০ টাকায় ঈদের আনন্দ পেলো পাঁচ শতাধিক মানুষ

সুজানগর (পাবনা)প্রতিনিধি: সুজানগরে আবুল কাশেম ফাউন্ডেশনের আয়োজনে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের অসহায় শিশু, নারী পুরুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সানজিদা সুলতানা টুম্পা'র উদ্যোগে মাত্র ১০ টাকার বিনিময়ে শিশুদের ঈদের নতুন পোশাক, ছেলেদের পাঞ্জাবি ও লুঙ্গি সহ বিভিন্ন ধরণের ঈদের পোশাক বিক্রি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পাবনার সুজানগর আবুল কাশেম প্লাজায় ১০ টাকায় ঈদের আনন্দের বিভিন্ন ধরণের পোশাক বিক্রির উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আবুল কাশেম মাস্টারের কনিষ্ঠ পুত্র শাহীনুজ্জামান শাহীন।এ সময় উপস্থিত ছিলেন, আবুল কাশেম মাস্টারের নাতি আবিদ জামান আরাফ, ফাউন্ডেশনের সদস্য রুবেল,এস এম সোহাগ হোসেন, আনিসুর রহমান, শরিফ শাওন,ওমর ফারুক, আব্দুর রহমান শাহিন, শান্ত প্রমুখ। উল্লেখ্য আবুল কাশেম মাস্টার সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি থাকাকালীন সময়ে মৃত্যুবরণ করেন। তাকে স্মরনীয় করে রাখতে তার কনিষ্ঠ পুত্রবধূ সানজিদা সুলতানা টুম্পা তার নামে একটি ফাউন্ডেশন গড়ে তোলেন। ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের অসহায় গরীব ও দুস্থ মানুষকে বিভিন্ন ভাবে সাহায্য ও সহযোগিতা করে আসছেন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.