
আদিতমারী উপজেলায় চলতি অর্থ বছরের প্রকল্পের কাজ যথাযথ ভাবে সম্পন্ন

লালমনিরহাট প্রতিনিধি। চলতি ২০২১-২২ অর্থ বছরের লালমনিরহাটের আদিতমারী টিআর ও কাবিখা প্রকল্পের কাজ যথারীতি ভাবে সম্পন্ন হয়েছে।কিছু কিছু প্রকল্পের কাজ প্রকল্প বাস্তবায়ন অফিসারের দৃষ্টগোচর হলে বিল আটক দিয়ে সমাধা করে নিচ্ছন। উপজেলায় ৫৩টি প্রকল্পে ৯১ লাখ ০৩ হাজার ৯৯৮ টাকা, চাল ২৮ টি প্রকল্পে ১৬০ মে. টন, গম ৩৪ টি প্রকল্পে ১৭১ মে. টন ও টিআর ১০৫ টি প্রকল্পে ১ কোটি ৫৯ লাখ ৯৭ হাজার ৯২০ টাকার কাজ সুসম্পন্ন হয়েছে। প্রকল্প গুলো সরেজমিনে ঘুরে দেখছেন উপজেল নির্বাহী অফিসার জি আর সারোয়ারসহ প্রকল্প বাস্তবায়ন অফিসার মফিজুল ইসলাম ও অফিস কর্মচারীরা। এছাড়া জেলা ত্রাণ কর্মকর্তা সংশ্লিষ্ট উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে পরিদর্শ করেছেন। উপজেলা প্রকল্প কর্মকর্তা মফিজুল ইসলাম জানান,সকল প্রকল্পের চেয়ারম্যানদের উর্ধতন কর্মকর্তাদের নির্দেশ মোতাবেক কাজের গুনগত মান বজায় রেখে করতে বলা হয়েছিল। আর সে মোতাবেক বুঝে নেয়া হয়েছে এবং হচ্ছে। সকল কাজ বুঝে নিয়ে তাদের প্রাপ্য বিল প্রদান করা হবে।
৩২ বার ভিউ হয়েছে