শুক্রবার- ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

আটোয়ারীতে পিতার শরীরের চাপায় সন্তানের মৃত্যু

আটোয়ারীতে পিতার শরীরের চাপায় সন্তানের মৃত্যু

পঞ্চগড় অফিস: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় পিতার শরীরের চাপায় সমাপ্তি হাজদা (৩ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১০ জুলাই) গভির রাতে জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের দুহসুর আদিবাসী পল্লিতে এ দূর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত শিশু সমাপ্তি হাজদা একই এলাকার শনিরাম হাজদার মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে শিশুটিকে নিয়ে তার মা পাটি বিছিয়ে বিছানার নিচে ফ্লোরে ঘুমাচ্ছিলো। একসময় শিশুটির পিতা শনিরাম বাড়িতে এসে বিছানায় ঘুমাতে গেলে ঘুমের ঘোরে নিচে থাকা শিশুটির উপর পড়ে যায়। এতে শনিরামের শরীরের চাপায় ঘটনাস্থলে শিশুটি মৃত্যুবরণ করে।
সোমবার (১১ জুলাই) সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাখমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
আটোয়ারী থানার এসআই শাহিন আল মামুন সংবাদ প্রতিক্ষনকে জানায়, পারিবারিক ও স্থানীয় ভাবে জানা যায় শিশুটির পিতা প্রায় সময় নেশা করে বাড়িতে ফিরতো ।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা নিহতের বিষয়টি সংবাদ প্রতিক্ষনকে নিশ্চিত করে বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

৩৫ বার ভিউ হয়েছে
0Shares