রবিবার- ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

আটোয়ারীতে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন

আটোয়ারীতে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন

ইউসুপ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি: “সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ এপ্রিল দেশব্যাপি স্কাউট দিবস উদযাপন কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ের আটোয়ারীতে‘বাংলাদেশ স্কাউট দিবস’উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউটস আটোয়ারী উপজেলার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ স্কাউটস দিবসের কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে স্কাউট পতাকা উত্তোলন, র‌্যালি, আলোচনা সভা ও পরিস্কার পরিচ্ছন্ন করা ছিল উল্লেখযোগ্য।
সহকারী কমিশনার (ভূমি) (অ.দা.) এস.এম ফুয়াদ এর সভাপতিত্বে এবং বাংলাদেশ স্কাউটস আটোয়ারী উপজেলার সাধারণ সম্পাদক জরিফ হোসেন চৌধুরী(মনি)’র সঞ্চালনায় প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান,উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম প্রমুখ। সভাপতির বক্তব্যে এস.এম ফুয়াদ বলেন,স্কাউটিং হলো এমন একটি আন্দোলন,যার কাজ আনন্দের মধ্য দিয়ে শিক্ষা দান। যে শিক্ষার ফলে ছেলে ও মেয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। স্কাউটদের আত্মমর্যাদা সম্পন্ন সৎ, চরিত্রবান, কর্মোদ্যোগী সেবাপরায়ন, সর্বোপরী সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস কাজ করে থাকে। বাংলাদেশ আর্থসামাজিক অবস্থা ও মূল্যবোধ অবক্ষয়ের পেক্ষাপটে দেশ ও জাতি গঠনে স্কাউট আন্দোলনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিহার্য। সভাপতির বক্তব্যে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপনের মাধ্যমে কাব স্কাউট , স্কাউট ও রোভার স্কাউটরা স্কাউট আইন ও প্রতিজ্ঞার যথাযথ অনুসরনে উদ্বুদ্ধ হবে এবং বাংলাদেশ স্কাউটসের ইতিহাস ও কার্যক্রম সম্পর্কে নিজে জানা এবং অন্যকে স্কাউট আন্দোলনে সম্পৃক্ত হতে উদ্বুদ্ধ করার আহবান জানান। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব ও স্কাউটরা উপস্থিত ছিলেন।

৬০ বার ভিউ হয়েছে
0Shares