শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

আজকের শিশুদের হাতেই আগামীর সুন্দর বাংলাদেশ তুলে দিতে হবে: এম এ রশীদ

আজকের শিশুদের হাতেই আগামীর সুন্দর বাংলাদেশ তুলে দিতে হবে: এম এ রশীদ

বিশেষ প্রতিবেদক: শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযেগ কার্যক্রম(৫ম পর্যায়ে)১ম সংশোধনী শীর্ষক জিওবি’র আওতায় মঙ্গলবার বেলা ১২টায় বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে শিশুমেলা উপলক্ষ্যে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। বন্দর উপজেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ রশীদ। বন্দর উপজেলা নির্বাহী অফিসার বি.এম.কুদরত এ খুদা’র সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু জাফর জিপুর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার মোঃ সিরাজউদ্দৌলা,বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আরিফুর রহমান,বিআরডিবি’র চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন,বন্দর উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফয়সাল মোঃ সাগর ও বন্দর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ শাহজাহান মোল্লা। পরিশেষে প্রতিযোগিতার বিজয়ী এবং মেলায় স্টলে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান প্রধানদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা এম এ রশীদ বলেছেন,শিশু দিবসে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমরা কেউ শিশুদের প্রতি অবিচার করবোনা। তাদে অধিকার কখনো খর্ব করবোনা। সবাইকে মনে রাখতে হবে আজকের শিশুরা আগামী বিশ বছর পরে দেশে লিড দিবে। আজকের শিশুদের হাতেই আগামীর সুন্দর বাংলাদেশ তুলে দিতে হবে। তিনি আরো বলেন,আগেকার দিনে আমাদের মায়েরা তেমন শিক্ষিত ছিলেন না যার দরুন তখনকার শিশুরা সঠিক পরিচর্যা ও মধ্য দিয়ে বেড়ে উঠতে পারেনি। কিন্তু এখনকার মায়েরা অধিকাংশই উচ্চ শিক্ষিত। আমার বিশ্বাস আগামীর বাংলাদেশ একটি শিক্ষিত জাতি উপহার পাবো। জাতি শিক্ষিত হলেইতো দেশ উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS