আগামী ১৬ মে থেকে আবারও শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। চলবে ৩০ মে পর্যন্ত। সারাদেশে আড়াইশ থেকে তিনশ খোলা ট্রাকের মাধ্যমে সয়াবিন তেল, চিনি, মসুর ডাল ও ছোলা বিক্রি করবে রাষ্ট্রায়ত্ত এ সংস্থা। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য সহনীয় রাখতে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে ট্রাকের মাধ্যমে চলবে টিসিবির বিক্রি কার্যক্রম। প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি করা হবে ১১০ টাকায়। আর প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা এবং ছোলা ৫০ টাকায় বিক্রি করা হবে। একজন ক্রেতা একবারে দুই লিটার সয়াবিন তেল নিতে পারবেন। সম্প্রতি প্রতি লিটার বোতলজাত তেলের দাম ১৬০ টাকা থেকে ৩৮ টাকা বাড়িয়ে ১৯৮ টাকা নির্ধারণ করেছে কোম্পানিগুলো। এর আগেও টিসিবি ১১০ টাকা দরেই সয়াবিন তেল বিক্রি করেছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.