
আক্কেলপুরে ১৪’শ পিস ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইচসহ একজন আটক

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুরে ১৪’শ পিস ইয়াবা ট্যাবলেট ও ক্রিস্টাল মেথ আইচসহ গাউস মো. শহীদুন নবী রিয়ন (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ আমিনুল কবির বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
রবিবার দুপুরে উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের কানুপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তরিকুল ইসলামের ছেলে গাউস মো. শহীদুন নবী রিয়নকে (৩৬) আটক করে। এসময় তার বাড়িতে তল্লাশী করে একটি আলমারির নিচের ড্রয়ার থেকে চামড়ার কালো হাত ব্যাগে থাকা দুইশত পিস করে সাতটি পলিথিনে মোড়ানো ১৪’শ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬০ গ্রাম মিথাইল এ্যামফিটামিনযুক্ত ক্রিষ্টাল মেথ আইচ এবং নগদ ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ আমিনুল কবির বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক সহ তাকে আটক করা হয়েছে এবং আক্কেলপুর থানায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে’।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, ‘মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে তাকে আটক করেছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং ধৃত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হবে’।