
আক্কেলপুরে বিশেষ বৃক্ষরোপন অভিযান

আক্কেলপুর(জয়পুরহাট)প্রতিনিধিঃ ২৭ জুলাই/২০২২ ইং জয়পুরহাটের আক্কেলপুরে বিশেষ বৃক্ষরোপন অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান।
বুধবার দুপুরে নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসানের উদ্যোগে বিশেষ বৃক্ষরোপন অভিযানে পৌর সদরের বিভিন্ন প্রতিষ্ঠানে ২০০ টি বৃক্ষ রোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলী, প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুল হাসান, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
ইউএনও এস.এম হাবিবুল হাসান বলেন, ‘এখন বৃক্ষরোপনের মৌসুম। গাছ আমাদের পরম বন্ধু। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গাছের নানাবিধ উপকারিকারিতা সম্পর্কে এবং বৃক্ষরোপনে উদ্বুদ্ধ করতেই মূলত এই অভিযানটি পরিচালিত হচ্ছে’।
৭ বার ভিউ হয়েছে