
আক্কেলপুরে বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

আক্কেলপুর(জয়পুরহাট)প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রীতি বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।
সোমবার পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিতব্য বিতর্ক প্রতিযোগীতার ‘সৃজনশীল মেধা বিকাশে বিতর্ক’ থিমে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উপজেলার মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ‘প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থাই কেবল মাত্র কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে পারে’ শীর্ষক বিষয়ে বিতর্ক প্রতিযোগীতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মকবুল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলী। প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে সোনামুখী উচ্চ বিদ্যালয় দল চাম্পিয়ন এবং আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজ দল রানার্স আপ হিসাবে জয়লাভ করেছে।
উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান বলেন, ‘এ ধরণের বিতর্ক প্রতিযোগীতায় অংশ গ্রহন করতে হলে বিভিন্ন বিষয়ে অনেক অধ্যয়ন করতে হয়। মেধা বিকাশে বিতর্কের ভূমিকা অপরিসীম। আমরা উপজেলার সর্বত্র এমন প্রতিযোগীতা ছড়িয়ে দিতে চাই। বর্তমানে ছাত্রদের অনলাইনে বিভিন্ন গেইম এবং সাইবার আসক্তি থেকে বিরত রেখে বই অধ্যয়নের মাধ্যমে জ্ঞান চর্চায় ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য ’।