শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

আক্কেলপুরে উদ্যোক্তা নারীদের মাঝে প্রদর্শনীর কৃষি উপকরণ বিতরণ

আক্কেলপুরে উদ্যোক্তা নারীদের মাঝে প্রদর্শনীর কৃষি উপকরণ বিতরণ

আক্কেলপুর(জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্যোক্তা নারীদের মাঝে প্রদর্শনীর কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে, “অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন” প্রকল্পের আওতায় আক্কেলপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ৮ জন উদ্যোক্তা নারীর হাতে উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। উপকরণ সামগ্রীর মধ্যে ছিল ইউরিয়া সার ৮ কেজি, ড্যাব ৫ কেজি, পটাশ ৫ কেজি, জিপসাম ৫ কেজি, কম্পোস্ট সার ১০ কেজি, ১০ ধরণের শাক-সবজী বীজ, বীজ রাখার পাত্র ২ টি, ঝাঝড়ি ১টি, দেড় শতাংশ জমি ঘেড়ার নেট ও ৬ প্রকার ফলের চারা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম.হাবিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা এমরান হোসেন প্রমুখ।

এই অর্থবছরে এ প্রকল্পের আওতায় মোট ৯৬ জনের মাঝে এই ধরণের উপকরণ বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ।

১০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS