
আক্কেলপুরে আগুনে পুড়ল কৃষকের বাড়ি

আক্কেলপুর(জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুরে কৃষকের বাড়িতে অগ্নিকান্ডে বাড়ি পুড়ে ছাই হয়েছে এবং পাশর্^বর্তী বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি উপজেলার তিলকপুর ইউনিয়নের শ্রীকর্ণদিঘী গ্রামে ঘটেছে। ক্ষতিগ্রস্ত দুই বাড়ির মালিক কৃষক আব্দুস সালাম ও তার ভাই আব্দুল হান্নান ওই গ্রামের আছির উদ্দীনের ছেলে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির সকলের অনুপস্থিতিতে প্রথমে আব্দুস সালামের বাড়িতে আগুন লাগে। বাড়িতে ফিরে এসে প্রথমে তার নাতি ওমর ফারুক (৯) আগুন দেখতে পেয়ে চিৎকার করতে থাকে। ওমর ফারুকের চিৎকারের প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। চেষ্টার পরেও আগুন দ্রæত ছড়িয়ে পড়ে। এতে কৃষক আব্দুস সালামের মাটির দুইতলা বাড়ি, আসবাবপত্র, নগদ টাকা সহ বাড়িতে থাকা আসবাবপত্র পুড়ে যায়। এসময় পাশর্^বর্তী তার মেঝ ভাই আব্দুল হান্নানের বাড়িতে আগুন ছড়িয়ে পরে। এতে তার মেঝ ভাইয়ের বাড়িতেও আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের বগুড়ার আদমদিঘী ও আক্কেলপুর ইউনিট প্রায় দেড় ঘন্টা ব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে এনে নেভাতে সক্ষম হয়।
কৃষক আব্দুস সালাম বলেন, ‘আমার আর কিছুই অবশিষ্ট নেই। সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।’
আদমদিঘী ফায়ার সার্ভিস জানায়, ‘বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে দুই বাড়ি মিলে প্রায় ২ লক্ষ ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এম.এম. হাবিবুল হাসান বলেন, ‘আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে’।