
অসহায় শিশুদের ঈদ উপহার দিল ঝিনাইদহের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জাহেদী ফাউন্ডেশন

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- অসহায় ও অস্বচ্ছল শিশুদের র ঈদ উপহার দিল ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ঝিনাইদহ জাহেদী ফাউন্ডেশন। সোমাবর দুপুরে ঝিনাইদহ মুসা মিয়া বুদ্ধি বিকাশ কেন্দ্রের অসহায় শিশুদের তার ঈদ উপহার তুলে দেয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপসস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম। প্রথমে জেলা প্রশাসক এ অনুষ্ঠানের এসে বিদ্যালয় পরিদর্শন করেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদরের ইউএনও এস.এম শাহিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তসলিমা খাতুন, জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, আমেনা খাতুন কলেজের প্রাক্তন অধ্যক্ষ আমিনুর রহমান টুকু। আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
৯ বার ভিউ হয়েছে