
অভিযানে বিপুল পরিমাণ অবৈধ নেশা জাতীয় ট্যাবলেটসহ সিন্ডিকেট লিডার গ্রেফতার র্যাব ১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক

প্রেসবিজ্ঞপ্তি : র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৪ মে ২০২২ খ্রিঃ রাতে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানাধীন ৫নং আব্দুলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অর্ন্তগত ঘুঘরাতলী মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫৬০০ পিস নেশা জাতীয় ট্যাবলেট (ট্যাপেন্টা) সহ ১। মোঃ মোকছেদুল মমিন (৩৫), সাং- থানাপাড়া, থানা- চিরিরবন্দর, জেলা-দিনাজপুর নামক কুখ্যাত একজন মাদক সিন্ডিকেট লিডারকে গ্রেফতার করে। উক্ত ১ নং আসামী থানাপাড়া এলাকায় নেশা জাতীয় ট্যাবলেট (ট্যাপেন্টা) সহ বিভিন্ন মাদক দ্রব্যের সিন্ডিকেট লিডার হিসাবে মাদক পাচার চক্রের নেতৃত্ব দেয় বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত উক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘ দিন যাবৎ অতি গোপনে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে নেশা জাতীয় ট্যাবলেট (ট্যাপেন্টা) সংগ্রহ করিয়া স্থানীয় মাদকসেবীদের নিকট বিক্রয় করিয়া আসিতেছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে আসামী কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা করেছে।