স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় ১৪জন পুরুষ, ১১ জন শিশু ও ৯ জন নারীকে আটক করেছে ৫৮ বিজিবি। সোমবার রাতে মহেশপুর ৫৮ বিজিবির অধিনস্ত যাদবপুর বিওপির টহল দল মাটিলা গ্রামের একটি ইটভাটার কাছ থেকে তাদের আটক করে।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য জানান। আটককৃতরা হলেন, আতিক খান, হাসনা বিবি, আনিচা খাতুন, চাদনি, আজমত, মোঃ সজিব ফকির, লামিয়া বেগম, রাব্বি শেখ, শাহিদা ইসলাম পাখি, পংকজ রায়, প্রীতি রায়, মোঃ লোকমান শাহ, মারুফা বেগম, সায়মা আক্তার, রমজান খান, মজান, রাকিব, মোঃ আব্দুর জব্বার জোমাদ্দার, ছেলে মোঃ নাজমুল, লাবলু হাওলাদার, মোঃ তানভির হোসেন, মোঃ রিফাত, শুভ মন্ডল, বিশ্বজিৎ বিশ্বাস, মোঃ মিলন শেখ, মোঃ আল-আমিন, জতি খাতুন, ফজিলা বেগম, রেকসোনা বেগম, তায়েবা, হুসনারা বেগম, রুমা আক্তার, জুনায়েদ ও রবিউল ইসলাম। আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় মামলা করা হয়েছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.