মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলায় জনশুমারি ও গৃহগণনা শুমারি ও জরিপ কমিটির সভা বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সেনবাগ উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহারের সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এরশাদ উল্লাহ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অর্জুনতলা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল ওহাব বিএসসি, ছাতারপাইয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমান, সেনবাগ প্রেসক্লাবের সেক্রেটারী জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, মাধ্যমিক শিক্ষা অফিসার নাজিম উদ্দিন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছরুল্লাহ আল মাহমুদ, সাংবাদিক জাহাঙ্গীর পাটোয়ারী, সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আবদুল ওহাব। এসময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মারিয়াম সুলতানা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রতিনিধি ও সচিব বৃন্দ।
সভায় জানােেনা হয় আগামী ১৫ থেকে ২১ জুন পর্যন্ত সাতদিনব্যাপী ডিজিটাল পদ্ধতিতে ষষ্ঠ ‘জনশুমারি ও গৃহগণনার তথ্য সংগ্রহ করা হবে। সেনবাগ উপজেলার ৭টি জোনে ৯৯টি মৌজায় ৫৭৬ কর্মকর্তা ও ১০৪জন সুপারভাইজা বাড়ি বাড়ি ঘিয়ে তথ্য সংগ্রহ করবেন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.