সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি ; পাবনার সাঁথিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরেa ৫০ ভাগ ভর্তুকি মূল্যে ক্ষেতুপাড়া ইউনিয়নের মিয়াপুর গ্রামের আদর্শ কৃষক শফিকুল ইসলামকে কম্বাইন হারভেস্টার প্রদান করা হয়েছে।
হারভেস্টার হস্তান্তর অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন,সাঁথিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবীদ মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরি। তিনি বলেন,কম্বাইন হারভেস্টার শ্রমিক সাশ্রয়ি তো বটেই,এটির সাহায্যে একসাথে ধানকাটা, মাড়াই,ঝাড়াই এবং বস্তা বন্দী করা যায়। প্রতি ঘন্টায় মাত্র ৭-৮ লিটার ডিজেল (যার মূল্য ৫শ’ ৫০ টাকা থেকে ৬শ’ টাকা) খরচ করে ৩ বিঘা জমির ধান কর্তন করা যায়। যেখানে কমপক্ষে ৩০ জন শ্রমিক লাগতো ও শ্রমিক খরচ ৬-৭ হাজার টাকা লাগতো,সেখানে শ্রম,সময় ও আর্থিক সাশ্রয়ে খুব দ্রæততার সাথে ধান কর্তনের কাজ সম্ভব হয়ে থাকে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাঁথিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন.মহিলা ভাইস চেয়ারম্যরন সেলিমা সুলতানা শিলা। এ সময় আরো উপস্থিত ছিলেন,সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা,সহ সভাপতি জালাল উদ্দিন,সাধারণ সম্পাদক এম এ হাই, যুগ্ম সম্পাদক তাইজুল ইসলাম,এসএপিপিও শ্রী গোপাল কুমার সেন,উপসহকারী কৃষি কর্র্র্র্মকর্তাবৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও এসিআই মটর লিমিটেডের প্রতিনিধি।
উল্লেখ্য,কম্বাইন হারভেস্টারটির প্রকৃতমূল্য ৩২ লক্ষ টাকা,৫০% ভর্তুকির পর মূল্য ১৬ লক্ষ টাকা (ডাউন পেমেন্ট ৬ লক্ষ টাকা এবং আগামী ৬ মাসের মধ্যে বাকি টাকা কিস্তিতে পরিশোধ করতে হবে)।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.