সাঁথিয়া (পাবনা)প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার ৫ নং করমজা ইউনিয়ন পরিষদ নির্বাচন গতকাল বুধবার বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী করমজা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপÍ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগছী (নৌকা) ৪ হাজার ৭২৮ ভোটের ব্যবধানে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ১২ হাজার ৪২১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব স্বতন্ত্র প্রার্থী রইজ উদ্দিন সরদার (ঘোড়া) পেয়েছেন ৭ হাজার ৬৯৩ ভোট। নির্বাচনে মোট চার জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করেছিলেন। সাঁথিয়ায় এই প্রথম ইভিএম এর মাধ্যমে ভোট অনুষ্ঠিত হলো। ভোটারদের পূর্ব অভিজ্ঞতা না থাকায় ইভিএম এ ভোট প্রদানে বিরম্বনায় পরতে হয়। সকাল ৮ থেকে বিরতিহীনভাবে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহনে চলে। এছাড়া সাধারণ সদস্য (মেম্বার) পদে ৪২ জন পুরুষ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন প্রতিদ্ব›িদ্বতা করেন। করমজা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৯ হাজার ৬২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটর ১৫ হাজার ৩৭৭ জন এবং নারী ভোটার ১৪ হাজার ২৪৯ জন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.