স্টাফ রিপোর্টার : জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১ম রাউন্ড উদযাপন উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক আগামী ১২ জুন থেকে ১৫ জুন ২০২২ইং (৪ দিন) ব্যাপী সারাদেশ ব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২২ইং (১ম রাউন্ড) পালিত হবে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের সভা কক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভায় অনুষ্ঠিত হয়।
রংপুর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোঃ কামরুজ্জামান ইবনে তাজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলহাজ্ব মোঃ মাহামুদুর রহমান টিটু। বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন মিঞা ও প্যানেল মেয়র ফরিদা বেগম।
এ সময় রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর মোঃ সেকেন্দার আলী, মাহাবুবর রহমান মঞ্জু, মীর মোঃ জামাল উদ্দিন, হারুন অর রশিদ, নজরুল ইসলাম দেওয়ানী, মুনতাসির শামিম লাইকো, আব্দুল গফ্ফার, রহমতুল্লাহ বাবলা, নুরুন্নবী ফুলু, আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান লিটন, মুক্তার হোসেন, রফিকুল ইসলাম, মোর্শেদ শামীম, ফেরদৌসী বেগম, হাসনা বানু, নাজমুন্নাহার, আনোয়ারী লাকি ও রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য শাখা প্রধান ও স্যানিটারী ইন্সপেক্টর আব্দুল কাইয়ুমসহ রংপুর সিটি কর্পোরেশনের অন্যান্য কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.