ইয়ানূর রহমান : যশোর সদরের পাগলাদহ গ্রামে ঈদের চাঁদ রাতে বাজি ফুটানোকে কেন্দ্র করে দু'গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে অলিদ হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের বিশ্বাসবাড়ী মোড় এলাকার হৃদয় হোসেনের ছেলে।
আরও চার জন এ ঘটনায় আহত হয়েছেন। আহতরা হলেন একই গ্রামের আরিফ হোসেন (১৭), রিপন হোসেন (৪০) আপন (১৭) শামীম হোসেন (১৭)।
সূত্র জানায়, হতাহতরা ঈদের রাত আটটার দিকে পাগলাদহ গ্রামে পটকা ফাঠাচ্ছিলেন। এ সময় তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। নিজেদের মধ্যেও ছুরিকাঘাতে তারা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের ডাক্তার অনিককে মৃত ঘোষণা করেন। বাকিরা হাসপাতালে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।#
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.