মোরেলগঞ্জ প্রতিনিধি: মুজিববর্ষে ৩য় ধাপে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে আরও ৩৩ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার তাদের জমির মালিকানার দলিল ও ঘরের চাবি বুঝে পেয়েছেন।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরের দলিল হস্তান্তর করেন। একই সময় প্রধানমন্ত্রীর পক্ষে মোরেলগঞ্জে ৩৩টি পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে জমি ও ঘরের দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম।
এছাড়াও একই সময়ে উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের আত্মসমর্পণকৃত জলদস্যুদের পুণর্বাসন প্রকল্পের আওতায় ৮ জলদস্যুকে জমির মালিকানা ও ঘর বুঝিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি) মো. আব্দুল মালেক, থানার ওসি মো. সাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রোকনুজ্জামান, বিভিন্ন ইউপি চেয়ারম্যান।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.