মেহের আমজাদ,মেহেরপুর : দীর্ঘ প্রায় দেড় যুগ পর মেহেরপুর মেহেরপুর পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন এর সূচনা করা হয়।
বাংলাদেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন দলীয় পতাকা উত্তোলন করেন। মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারের সামনে জাতীয় পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক কবুতর ওড়ানো হয়। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন জামান কল্পনা এমপি,মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন মেহেরপুরে-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি জয়নাল আবেদীন,মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল,সাবেক প্রশাসক অ্যাড. মিয়াজান আলী,মেহেরপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান,সরফরাজ হোসেন মৃদুল সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২০০৩ সালের ৭ আগস্ট মেহেরপুর পৌর আওয়ামী লীগের সর্বশেষ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.