মেহের আমজাদ,মেহেরপুর :আসন্ন মেহেরপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনীত মেয়র পদপ্রার্থী মোঃ মাহফুজুর রহমান রিটন “উন্নয়ন-অগ্রগতির চলমান ধারা অব্যাহত রেখে মানুষের প্রয়োজনে ছিলাম,মানুষের কল্যাণে আছি,মানুষের জন্যই মানবিক পৌরসভা গঠন করবো ” এই অঙ্গিকার ব্যক্ত করে সাংবাদিক সমীপে কৈফিয়ত ও আগামীর পরিকল্পনা উপস্থাপন করেছেন।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কৈফিয়ত ও আগামীর পরিকল্পনা উপস্থাপন করা হয়। এ সময় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন জামান কল্পনা,মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক আলহাজ¦ গোলাম রসুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম,পিপি পল্লব ভট্টাচার্য,শহর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলী, যুব লীগের সাবেক সাভাপতি সাজ্জাদুল আনাম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম (পেরেশান),মেহেরপুর শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান সহ মেহেরপুর স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী মাহফুজুর রহমান রিটন মেহেরপুর বাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিগত ৫ বছর আমাকে মেয়র নির্বাচিত করে পৌরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। দীর্ঘ সময় নাগরিক সম্মান,অধিকার ও প্রয়োজনীয় উন্নয়ন বঞ্চিত পৌরসভার নির্বাচন বহু কষ্ট করে,অর্থ ব্যয় করে এনেছিলাম ২০১৭ সালে। যথা সময়ে নির্বাচন হবে পৌরবাসী মেয়র সহ পরিষদ নির্বাচন করবে এটাই স্বাভাবিক চাওয়া। কিন্তু বিগত সময়গুলোতে পৌরবাসীর কষ্টার্জিত ট্যাক্সের টাকা দিয়ে পৌরসভার উন্নয়ন না করে নিজ ক্ষমতা অহংকার কুক্ষিগত করতে ব্যাপক অর্থ মামলা মোকদ্দমায় ব্যয় করে পৌরবাসীর ভোটাধিকার হরণ করে রাখা হয়েছিল। আমি সে সময় পৌরবাসীর নাগরিক ভোটাধিকার,সম্মান এবং ভালোবাসার প্রতি অস্থাশীল থেকে যথা সময়ে ও যথা নিয়মে ভোটের অধিকার প্রয়োগে সকল প্রকার সহায়ক ভূমিকা গ্রহন করেছি। তিনি আরও বলেন,আগামী ১৫ জুন মেহেরপুর পৌরসভার নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং মানবতার জননী দেশরতœ-মানব প্রেমিক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনীত নেীকা প্রতীকের মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছি। বিগত নির্বাচনে আমার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমি সর্বদা সচেষ্ট থেকে বহু কাজ সফল ভাবে শেষ করতে সক্ষম হয়েছি। ২০১৭ সালে কি অবস্থা ছিল এবং আপনাদের চলাচলের প্রতিটি সড়ক,উপসড়ক, গলিপথের দিকে দৃষ্ট দিলে তার প্রমাণ মিলবে। মেহেরপুর পৌরসভাকে অহংকারমুক্ত,মানবিক জনপ্রতিনিধিত্বের সেবক হিসেবে দাঁড় করাতে সক্ষম হয়েছি। শুধুমাত্র নাগরিক সনদ,পরিচ্ছন্নতা বা উন্নয়নই নয় এর পাশাপাশি একজন মেয়র হিসেবে আমি সকল মানুষের প্রয়োজনে,বিপদ-আপদে, চিকিৎসা-শিক্ষা-অসহায় ও দরীদ্র বিবাহ উপযুক্ত কন্যার বিয়ে, প্রতিবন্ধীদের হুইল চেয়ার, অক্সিজেন সিলিন্ডার এবং মানবিক সংকটে মানুষের পাশে থেকে সাহস জোগাতে তৎপর থেকেছি। বিগত প্রায় ২ বছর করোনাসংটকালীন সময়ে মহান আল্লাহর প্রতি আস্থাশীল থেকে মানুষের দুয়ারে দুয়ারে ছুটে গিয়েছি দিনে-রাতে, প্রকাশ্যে এবং গোপনে যেন কোন মানুষ পরিবার পরিজন নিয়ে দুর্দশার মধ্যে না থাকে। তিনি বলেন,মেয়র হিসেবে দাযীত্ব গ্রহণ করার পর প্রায় ১৫ কোটি টাকার ঋণ কাঁধে নিয়ে পথ চলা শুরু করেছিলাম তখন পৌর প্রধান সড়ক সহ কতগুলো রাস্তা চলাচলের যোগ্য ছিল তা আপনারা জানেন। তিনি বলেন, আমি যেহেতু সরকার দলীয় মেয়র প্রার্থী। আমার দায়ীত্বও বেশী। কিন্তু আমার প্রতিপক্ষ স্বতন্ত্র মেয়র প্রার্থী মোতাচ্ছিম বিল্লাহ মতু আমার বিরুদ্ধে নানাভাবে প্রপাগন্ড ও সরকার বিরোধী বক্তব্য দিয়ে শান্ত পরিবেশকে অশান্ত করে তুলছেন। শুধু তাই নয়, এখন উনি আমার পরিবারকে পর্যন্ত কটাক্ষ করে নানাভাবে বক্তব্য বিবৃতি দিচ্ছেন। প্রতিদিনই আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে নির্বাচন কমিশনে অভিযোগ দিচ্ছেন। আমি তার এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। এ সময় মেয়র পদপ্রার্থী মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী নিশান সাবের।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.